অপরাধসারাবাংলা

বছরে পাচার হচ্ছে ৭৩ হাজার কোটি টাকা

জনপদ ডেস্ক: স্বর্ণ চোরাচালানের মাধ্যমে দেশ থেকে বছরে ৭৩ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয় বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বাজুস নেতা এনামুল হক খান দোলন বলেন, সোনা চোরাচালানের কোনো সুনির্দিষ্ট হিসাব সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই নেই।

ধারণা করে এই বাজুস নেতা আরও বলেন, দেশে প্রতিদিন ২০০ কোটি টাকা মূল্যের সোনার অলংকার ও বার পাচার হয়ে আসছে। বছর শেষে যার পরিমাণ দাঁড়ায় ৭৩ হাজার কোটি টাকা।

পাচার হয়ে আসা এসব সোনা বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ববর্তী দেশে চলে যায় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button