Breaking Newsক্যাম্পাসশিক্ষা

অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি প্রথম বর্ষের ফল প্রকাশ

জনপদ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি প্রথম বর্ষের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) এসব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট চার লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী দুই লাখ ৩৭ হাজার ১২৭ জন তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। সন্ধ্যা ৭টা থেকে এসএমএস’র মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Roll No লিখে 16222 নম্বরে সেন্ড করে এবং www.results.nu.ac.bd/ www.nubd.info বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

এছাড়া এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১১৭ জন। পাসের হার ৭৬ দশমিক ৩ শতাংশ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button