অন্যান্যআন্তর্জাতিকভ্রমন

গাজায় ইসরায়েলী হামলা অব্যাহত রাখার আদেশ: সহিংসতায় আটজন ফিলিস্তিনি ও তিনজন ইসরায়েলী নিহত

জনপদ ডেস্কঃ ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রাখার আদেশ দিয়েছেন।

ইসরায়েল বলছে, তাদেরকে লক্ষ্য করে ফিলিস্তিনি জঙ্গিদের শত শত রকেট ছোঁড়ার প্রেক্ষিতেই তিনি এই নির্দেশ দিয়েছেন।

মি. নেতানিয়াহু আরো বলেছেন যে তিনি গাজার চারপাশে ট্যাঙ্কসহ গোলন্দাজ বাহিনী মোতায়েনেরও আদেশ দিয়েছেন।

গাজায় কর্মকর্তারা বলছেন, শুক্রবারের পর থেকে ইসরায়েলী হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েল বলছে, ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় তিনজন ইসরায়েলী নিহত হয়েছে।

ফিলিস্তিনি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে নিহতদের একজন হামাসের কমান্ডার হামেদ আহমেদ আবেদ খুদরি।

ইসরায়েল দাবি করছে, জঙ্গিদের জন্যে ইরান থেকে অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন তিনি এবং তাকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে। বাংলার জনপদের সংবাদদাতা বলছেন, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এতো বড়ো ধরনের সহিংসতার ঘটনা ঘটছে।

বলা হচ্ছে, গত দুদিনে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে সাড়ে চারশো রকেট নিক্ষেপ করা হয়েছে। আর ইসরায়েল গাজায় দুশোরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সূত্রঃ বিবিসি বাংলা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button