অপরাধ

হবিগঞ্জে ধান মজুত করায় জরিমানা

জনপদ ডেস্ক: হবিগঞ্জে ধান মজুত রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১ জুন) জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরে জেলা শহরের খাদ্যগুদাম সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসন সোহেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করে। তারা ধানের লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন। এ ছাড়া তাদের গোদামে অবৈধভাবে ধান মজুদ করে রেখেছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button