আন্তর্জাতিকধর্ম

বাবরি মসজিদের পরে আরও একটি মসজিদ হারাতে চায় না: ওয়াইসি

জনপদ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জ্ঞানভাপি মসজিদ নিয়ে নতুন করে রায় দিয়েছেন বারাণসীর আদালত। গতকাল বৃহস্পতিবার দেওয়া এ রায়কে উপাসনা স্থান আইন ১৯৯১-এর স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইন অনুসারে, ‘কোনো ব্যক্তি ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়কে ধর্মান্তরিত করতে পারবেন না। অথবা এর কোনো অংশ একই ধর্মীয় সম্প্রদায়ের বা ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোনো অংশের উপাসনালয়ে পরিণত হবে।’

বৃহস্পতিবার বিকালে এই বিষয়ে শুনানির সময় বারাণসীর আদালত বলেছেন, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানভাপি মসজিদের ভেতরে জরিপ চলবে এবং ১৭ মে এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। জরিপ কমিশনে দুই আইনজীবীকেও যুক্ত করেছেন আদালত। এর পরই ওয়াইসির এমন মন্তব্য এসেছে।

বার্তা সংস্থা এএনআইকে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আদালতের আদেশটি উপাসনার স্থান আইন ১৯৯১-এর স্পষ্ট লঙ্ঘন। এটি বাবরি মসজিদ শিরোনাম বিতর্কে দেওয়া সুপ্রিম কোর্টের রায়েরও লঙ্ঘন।’

বাবরি মসজিদের পরে আরও একটি মসজিদ হারাতে চান না বলে জোর দিয়েছেন এই মুসলিম নেতা। তিনি বলেন, ‘এটি স্পষ্ট লঙ্ঘন। আমি আশা করছি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে যাবে। আমি একটি বাবরি মসজিদ হারিয়েছি। এখন আরেকটি মসজিদ হারাতে চাই না।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button