Breaking Newsআইন ও আদালত

যে তিন শর্তে জামিন পেলেন সম্রাট

জনপদ ডেস্ক: অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনে তিনটি শর্ত দিয়েছেন আদালত।

শর্তগুলো হলো- তিনি দেশের বাইরে যেতে পারবেন না, আদালতে পাসপোর্ট জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে।

সম্রাট অসুস্থ অবস্থায় কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) চিকিৎসাধীন। অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। ওই মামলায় সম্রাটের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এহসানুল হক সমাজী।

একইদিনে মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button