রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

নাটোরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক ব্যবসায়ী

  • আপডেটের সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ৭৪ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: নাটোরের লালপুরে পুলিশের মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর আবারও পুলিশের অভিযানে ধরা পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় পালানোতে সহায়তার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কলসনগর গ্রামের মো. হজরত আলী প্রামাণিকের
ছেলে। আর পালানোর সময় তাকে সহায়তার করার অভিযোগে গ্রেপ্তার হন হোসেনপুর গ্রামের মৃত ইজাহার আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫) ও কলসনগর গ্রামের মৃত তফেন প্রামাণিকের ছেলে মো. কাচু প্রামাণিক (৪২) ।

Trulli

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) হিমাদ্রী হালদার ও এএসআই শাহ আলমের নেতৃত্বে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেহ তলাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মো. জহুরুল ইসলাম ও মো. কাচু প্রামাণিকের নেতৃত্বে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হাতকড়াসহ শরিফুল ইসলামকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে পর¯পর যোগসাজশে বেআইনিভাবে সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদানের অপরাধে থানায় আরেকটি মামলা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরালো অভিযানের নির্দেশ দেওয়া হয়। এতে অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধীরা কোনোভাবেই পার পাবেন না। পুলিশের দায়িত্ব পালনে জনগণের বাধা প্রদান ও অসহযোগিতা দুঃখজনক।

Adds Banner_2024

নাটোরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক ব্যবসায়ী

আপডেটের সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

জনপদ ডেস্ক: নাটোরের লালপুরে পুলিশের মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর আবারও পুলিশের অভিযানে ধরা পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় পালানোতে সহায়তার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কলসনগর গ্রামের মো. হজরত আলী প্রামাণিকের
ছেলে। আর পালানোর সময় তাকে সহায়তার করার অভিযোগে গ্রেপ্তার হন হোসেনপুর গ্রামের মৃত ইজাহার আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫) ও কলসনগর গ্রামের মৃত তফেন প্রামাণিকের ছেলে মো. কাচু প্রামাণিক (৪২) ।

Trulli

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) হিমাদ্রী হালদার ও এএসআই শাহ আলমের নেতৃত্বে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেহ তলাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মো. জহুরুল ইসলাম ও মো. কাচু প্রামাণিকের নেতৃত্বে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হাতকড়াসহ শরিফুল ইসলামকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে পর¯পর যোগসাজশে বেআইনিভাবে সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদানের অপরাধে থানায় আরেকটি মামলা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরালো অভিযানের নির্দেশ দেওয়া হয়। এতে অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধীরা কোনোভাবেই পার পাবেন না। পুলিশের দায়িত্ব পালনে জনগণের বাধা প্রদান ও অসহযোগিতা দুঃখজনক।