সারাবাংলা

চিরিরবন্দরে টিসিবির পণ্য গ্রহণে উপচেপড়া ভিড়

জনপদ ডেস্ক: স্বল্প মুল্যের টিসিবি পণ্য গ্রহণে দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন ইউনিয়নে অব্যবস্থাপনা, বিশৃংখলা, অনিয়ম ও উপচে পড়া ভিড়ে সুষ্ঠুভাবে বিতরণ সম্ভব হচ্ছে না। অনেক কার্ডধারী লোক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পণ্য সংগ্রহ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে ফিরে গেছেন।

মঙ্গলবার দুপুর ১টায় সরেজমিনে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি ওয়ার্ডের ১৪শ ব্যক্তির মাঝে স্বল্প মুল্যের টিসিবি পণ্য বিতরণকালে চরম অব্যবস্থাপনা, বিশৃংখলা, অনিয়ম পরিলক্ষিত হয়। এছাড়াও উপচেপড়া ভীড়ে সুষ্ঠভাবে বিতরণে চরম বিঘ্ন ঘটে।

হামিদুল হক, আবুল কালাম ও আব্দুস সবুর নামে কয়েকজন অভিযোগ করে বলেন, টিসিবির ডিলারের লোকদের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে পণ্য বিতরণে বিশৃংখলা দেখা দিয়েছে।

এ ব্যাপারে টিসিবি ডিলার মামুনুর রশীদ বাদল বলেন, অনেক লোক একসঙ্গে আসাতে এ বিশৃংখলার সৃষ্টি হয়েছে। তবে বিতরণে কোন অনিয়ম হয়নি।

আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্ বলেন, টিসিবির পণ্যবাহিগাড়ী অনেক বিলম্বে পৌঁছানোয় ও জনসমাগম বেশি হওয়ায় উপচে পড়া ভীড়ের কারণে পণ্য বিতরণে একটু বিঘ্ন ঘটছে। তবে সকল কার্ডধারী ব্যক্তিকে পণ্য দেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button