আন্তর্জাতিক

রাশিয়া শান্তির জাতি হতে চায়: রুশ বিরোধী নেতা নাভালনি

জনপদ ডেস্ক; পুতিনকে দিয়ে গোটা রাশিয়াকে বিচার না করতে বলেছেন দেশটির বিরোধী নেতা আলেক্সি নাভালনি। বুধবার সিরিজ টুইটে তিনি বলেন, ‘রাশিয়া শান্তির জাতি হতে চায়। আফসোস এখন কেবল গুটি কয়েক মানুষই সেটা স্বীকার করে!’

কড়া নিরাপত্তার কারাগার থেকে করা এসব টুইটে পুতিন বিরোধী আন্দোলনের ডাকও দিয়েছেন নাভালনি। তিনি বলেন, ‘আমরা অন্তত ভয়ে ত্রস্ত হয়ে চুপ করে থাকা মানুষের দেশ হয়ে যেতে পারি না।’

তিনি আরও বলেন, ‘একুশ শতকের তৃতীয় দশক চলছে, অথচ আমরা ট্যাংক হামলায় মানুষের ঝলসে যাওয়ার খবর পড়ছি, পড়ছি বাড়িতে বোমা হামলার খবর। এখনও আমরা পরমাণু যুদ্ধ শুরু হওয়ার ভয়ে কাঁপছি।’
বিষ প্রয়োগের ঘটনায় সুস্থ হওয়ার পর রাশিয়াই ফিরে প্রায় এক বছর ধরে কারাগারে আছেন নাভালনি।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button