আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জনপদ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত বুধবার ছিল ৯.৫ ডিগ্রি ও মঙ্গলবার ৭.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে গত ৩১ জানুয়ারিতে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তিন দিন ধরে তাপমাত্রা উঠানামা করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এইরকমই তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button