অপরাধজনপদ ডেস্কটপ স্টোরিজরাজশাহী

নওগাঁয় অনলাইন জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার পৌরসভাধীন খাস নওগাঁ বাজারে অনলাইন জুয়া সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাহিদ হোসেন(৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নাহিদ নওগাঁ জেলার চকরামপুর গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ডিজিটাল প্লাটফর্ম (যঃঃঢ়ং://সবষনবঃড়ভভরপরধষ.হবঃ/নধহমষধফবংয/) ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে জুয়াড়িরা অনলাইনে বিভিন্ন খেলাধুলা (ক্রিকেট, ফুটবল ইত্যাদি) সংক্রান্তে জুয়া খেলছে এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অননুমোদিত ই-ট্রানজাকশন মাধ্যমে টাকা লেনদেন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button