Breaking Newsজাতীয়

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দাফন অনুদান বাড়লো

জনপদ ডেস্ক : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাড়িয়েছে সরকার। বর্তমান নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা কর্মচারী মারা গেলে তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান হচ্ছে ১০ হাজার টাকা। সরকার এই অনুদান বাড়িয়ে ৩০ হাজার টাকা করেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও অর্থবিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হলো।

এ অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দ করা প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে এবং জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button