সারাবাংলা

মেহেরপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

জনপদ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আবুল বাসার (৭০) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবুল বাসার আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। আজ বুধবার বিকালের দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক তৈরি করছিলেন। এ সময় একটি কোমল পানীয় কোম্পানির এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় গতিরোধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে তাদের গাড়িতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তারা আবুল বাসারকেও রড দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার দায়িত্বরত ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button