অপরাধ

রাজশাহীতে অবৈধ পুকুর খননের মূলহোতা আটক, দুই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মুলহোতাকে পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৩)। সে রাজশাহী নগরীর দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে।

পরবর্তীতে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

ঘটনা সূত্রে জানা যায়, আজ (২৬ জানুয়ারি) দামকুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা ও তার টিম রাত পৌনে তিন টায় সেখানে উপস্থিত হয়ে অবৈধভাবে পুকুর খননের মূলহোতা মোঃ হাবিবুর রহমান হাবিবকে আটক করে। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদিসহ জব্দ করেন।

অবৈধভাবে পুকুর খননের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়ে অফিসার ইনচার্জ এ্যাসিল্যান্ড পবাকে অবহিত করেন।

এমন সংবাদ পেয়ে এ্যাসিল্যান্ড পবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের অপরাধে আসামী হাবিবকে দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৪৫ দিনের জেল প্রদান করেন।

আসামী হাবিব দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।

উল্লেখ্য, আসামী হাবিবকে ইতোপূর্বেও দামকুড়া থানা পুলিশের মাধ্যমে ২০২১ সালে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো। সেই ঘটনার পর হতে দামকুড়া থানা এলাকায় অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ ছিলো। আসামী পুনরায় অবৈধভাবে পুকুর খনন করায় দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button