জনপদ ডেস্কজাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি

জনপদ ডেস্ক: বাংলা সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৫ জন পাচ্ছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১’। গত রোববার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১’ ঘোষণা করা হয়েছে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

বিভিন্ন বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন- কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় হোসেনউদ্দিন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশীদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় হারুন-অর-রশীদ, বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানে শুভাগত চৌধুরী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী ও আত্মজীবনীতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং ফোকলোরে আমিনুর রহমান সুলতান।

সামগ্রিক ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘পুরস্কার সংক্রান্ত বিস্তারিত বিষয়টি গোপনীয় তাই আমরা নির্ধারিত সময়ের আগে সেগুলো প্রকাশ করতে চাই না।’

সূত্র : ইউএনবি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button