ক্রিকেটখেলাধুলা

ফলোঅনে নেমে ধুঁকছে বাংলাদেশ

জনপদ ডেস্ক: সাকিব আল হাসান উইকেটে থাকায় ফলোঅন এড়ানোর একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। প্রয়োজন ছিল ২৫ রানের। হাতে ৩ উইকেট; কিন্তু শেষ রক্ষা হয়নি। ৬ ওভার খেলে মাত্র ১১ রান যোগ করতেই বাংলাদেশ অলআউট হয় ৮৭ রানে।

ফলোঅনে ব্যাট করতে নেমেও ধুঁকছে বাংলাদেশের ব্যাটাররা। ২৬ রান যোগ করতেই বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট।

আগের দিন ঘাতক হয়ে উঠা পাকিস্তানের স্পিনার সাজিদ খান আজও ধ্বংসযজ্ঞ চালিয়ে যান। নেন আরও ২ উইকেট। আগের দিন ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন ৬ উইকেট নিয়ে। আজ সেটাকে আরও উপরে নিয়ে যান ৪২ রানে ৮ উইকেট নিয়ে।

পঞ্চম দিন সকাল উইকেটের সন্ধান পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি পাকিস্তানকে। দিনের প্রথম ওভারের শেষ বলেই তাইজুলকে ফিরিয়ে দেন কোনো রান যোগ করতে না দিয়েই। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিন দলপতি বাবর আজম পেসারদের দিয়ে বোলিং করাতে পারেননি।

আজ আরেক প্রান্তে শাহীন শাহ আফ্রিদিকে আক্রমণে নিয়ে আসেন নিজের তৃতীয় বলেই খালেদকে আউট করেন বোল্ড করে। দলের রান তখন ৭৭। ফলোঅন নিশ্চিত। আগের দিনের রানের সাথে ১০ রান যোগ করে সাকিব ব্যতিগত ৩৩ রানে সাজিদ খানের অষ্টম শিকার হলে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৮৭ রানে।

ফলোঅনে পড়ে ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আাবার ব্যাট করতে নামবে বাংলাদেশ দল। ম্যাচ বাঁচাতে হলে আজ সারাদিন ব্যাট করতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button