অন্যান্য

হানি বারবিকিউ চিকেন রেসিপি!

জনপদ ডেস্কঃ হানি বারবিকিউ চিকেন রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ
৫০০ গ্ৰাম হাড়হীন মুরগির বুকের মাংস
১ কাপ বারবিকিউ সস
১/২ কাপ মধু
১ চা চামচ প্যাপরিকা পাউডার
১ চা চামচ নুন
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ কাপ বিস্কুটের গুঁড়ো
১ চা চামচ সাদা তেল গ্ৰিজ করার জন্য
পরিবেশনের জন্য:
পেঁয়াজ ও লেটুসপাতা

প্রস্তুত প্রণালি

১. ওভেন ২০০°সেন্টিগ্ৰেডে প্রি- হিট করে নিতে হবে।
২. মুরগির মাংসটা ফালি করে কেটে নিতে হবে।

৩. একটা পাত্রে যথাক্রমে বারবিকিউ সস, নুন, গোলমরিচ গুঁড়ো,প্যাপরিকা পাউডার ও মধু যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।

৪. এবার এই সসের মিশ্রণটি দিয়ে মুরগির মাংসের টুকরো গুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে ও অবশিষ্ট সসের মিশ্রণটি সরিয়ে রাখতে হবে।

৫. এবার মুরগির মাংসের এই টুকরো গুলোকে বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিতে হবে।

৬. একটা গ্ৰিজ করা বেকিং পাত্রে এই মাংসের টুকরো গুলোকে রেখে পাত্রটা ওভেনে ঢুকিয়ে দিতে হবে ও ১৫ মিনিটের জন্য ব্রেক করতে হবে।

৭. ১৫ মিনিট পর ব্রেক করা মাংসের টুকরো গুলোকে ওভেন থেকে বের করে নিতে হবে ও সরিয়ে রাখা অবশিষ্ট বারবিকিউ সসের মিশ্রণটা মাংসের টুকরো গুলোর দুই পিঠেই ভালো করে লেপে দিতে হবে ব্রাশের সাহায্যে।

৮. আবার ১০ মিনিটের জন্য মাংসের টুকরো গুলোর দুই পিঠই ব্রেক করে নিতে হবে।

৯. ১০ মিনিট পর ব্রেক করা মাংসের টুকরো গুলোকে বের করে নিয়ে একটা পাত্রে রাখুন।

১০.পেঁয়াজ ও লেটুসপাতা সহযোগে গরম গরম পরিবেশন করুন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button