রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট, দোষী চিকিৎসকের কারাদণ্ড

  • আপডেটের সময় : ০৮:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ১২১ টাইম ভিউ
Adds Banner_2024

আন্তর্জাতিক ডেস্ক: একজন চিকিৎসক ও হাসপাতালের দু’জন কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। জানা গেছে, একজন পুরুষ নার্সের সঙ্গে অপমানজনক আচরণ করার কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দোষী ব্যক্তিরা একজন নার্সকে বাধ্য করেছেন কুকুরকে স্যালুট করতে। এছাড়া কুকুরের সামনে নতজানু হওয়ার জন্যও তাকে জোর করেছেন।

Trulli

এ ঘটনায় দোষী তিন জনকে এক লাখ মিসরীয় মুদ্রা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যথায় সাজার মেয়াদ বাড়বে।

গত মাসে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন নড়েচড়ে বসে। পরে সে দেশের চীফ প্রসিকিউটর অভিযুক্তদের আটকের ব্যাপারে ওয়ারেন্ট বের করেন।

পরে তদন্তে উঠে আসে, ওই তিন ব্যক্তি পুরুষ নার্সকে লাঞ্ছিত করেছেন। এক্ষেত্রে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। তাদের আচরণ ধর্মীয়ভাবে ওই ব্যক্তির অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে, তারা মিসরী ব্যক্তির পারিবারিক মূল্যবোধে আঘাত হেনেছেন। আর সেই ভিডিও প্রকাশ করে নার্সের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

সূত্র: মিনা।

Adds Banner_2024

নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট, দোষী চিকিৎসকের কারাদণ্ড

আপডেটের সময় : ০৮:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: একজন চিকিৎসক ও হাসপাতালের দু’জন কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। জানা গেছে, একজন পুরুষ নার্সের সঙ্গে অপমানজনক আচরণ করার কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দোষী ব্যক্তিরা একজন নার্সকে বাধ্য করেছেন কুকুরকে স্যালুট করতে। এছাড়া কুকুরের সামনে নতজানু হওয়ার জন্যও তাকে জোর করেছেন।

Trulli

এ ঘটনায় দোষী তিন জনকে এক লাখ মিসরীয় মুদ্রা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যথায় সাজার মেয়াদ বাড়বে।

গত মাসে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন নড়েচড়ে বসে। পরে সে দেশের চীফ প্রসিকিউটর অভিযুক্তদের আটকের ব্যাপারে ওয়ারেন্ট বের করেন।

পরে তদন্তে উঠে আসে, ওই তিন ব্যক্তি পুরুষ নার্সকে লাঞ্ছিত করেছেন। এক্ষেত্রে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। তাদের আচরণ ধর্মীয়ভাবে ওই ব্যক্তির অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে, তারা মিসরী ব্যক্তির পারিবারিক মূল্যবোধে আঘাত হেনেছেন। আর সেই ভিডিও প্রকাশ করে নার্সের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

সূত্র: মিনা।