টপ স্টোরিজরাজশাহীস্বাস্থ্য ও চিকিৎসা

রামেক হাসপাতালে ফের বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা

জনপদ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বাড়ছে করোনায় আক্তান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। যা আগের দিন মৃত্যু হয়েছিল করোনা উপসর্গে ৪ জনের। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। তার আগের দিনেও মৃত্যু সুংখ্যা ৪ ছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী করোনার এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহী জেলার পাঁচজন ও বগুড়া জেলার একজন রোগী ছিলেন।

চলতি মাসে এ নিয়ে মোট ১৬০ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন ও জুনে ৪০৫ জন মারা গেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১১ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button