রাজশাহীসারাবাংলা

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:‘‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ন দুর করি’’ এই স্লোগানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জানে আলম।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শনিবার (২৮ আগস্ট) হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই উপলক্ষে আজ প্রথমদিন থেকে উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে মৎস্য সপ্তাহ প্রচারনা কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোববার আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হবে।

স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান, উপজেলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী আগামী ০৩ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সদস্য মো: ইশহাক, পৌর প্রেসক্লবের সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button