লাইফ স্টাইল

স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্তন ক্যান্সার একটি ভয়ংকর রোগ। কিন্তু যদি শুরুতেই চিকিৎসা করা যায় তবে ৯০ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।

আর প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার চিহ্নিত করার সহজ উপায়।
নারীরা ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নিজের স্তন নিজে পরীক্ষা করতে হবে। যেভাবে করবেন আয়নার সামনে কাধ সোজা করে দাঁড়ান, কোমরে হাত রাখুন ও আপনার স্তনের আকার, আকৃতি ও রং লক্ষ্য করুন স্তনের কোথাও ক্ষত অথবা লাল স্থান অথবা ফোলা লাগছে কিনা

আপনার ডান হাত দিয়ে বাম স্তনে চাপ দিন। এক্ষেত্রে আপনার হাতের আঙুলগুলো একসঙ্গে ব্যবহার করুন (হাতের তালু নয়)। ধীরে ধীরে চাকতির মতো করে হাত ঘুরান ও অনুভব করুন। একই ভাবে বাম হাত দিয়ে ডান স্তন পরীক্ষা করুন।
প্রতিরোধে যা করতে পারেন-
• জন্মনিরোধক বড়ি অল্পবয়স হতে ও বহুদিন (১০ বছরের বেশি সময়) ধরে না খাওয়া
• সন্তানকে বুকের দুধ পান করান
• টাটকা শাক-সবজি ও ফল খান
• সন্দেহ হলে ক্যান্সার সার্জনের শরণাপন্ন হন
• ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন।

মনে রাখবেন, ব্যথাবিহীন স্তনের চাকা/দলা/গোটা দেখা দিলে বা স্তন বা নিপলে আকার ও আকৃতির যে কোনো ধরনের পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button