অর্থনীতি-ব্যবসা

ডিএসই-সিএসইর নোটিশের জবাব দিলো ২ কোম্পানি

জনপদ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই বাড়ছে শেয়ারের দর।

নোটিশের জবাবে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) জানিয়েছে কোম্পানি দু’টি।
মঙ্গলবার (২৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি দু’টি হলো: মিথুন নিটিং এবং মেট্রো স্পিনিং।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই ও সিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। নোটিশর জবাবে মিথুন নিটিংয়ের পক্ষ থেকে গত ২৩ আগস্ট এবং মেট্রো স্পিনিংয়ের পক্ষ থেকে ২২ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button