রাজনীতি

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা: নাছির

জনপদ ডেস্ক: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায়। সেদিন হামলাকারীদের গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ আওয়ামী লীগের ৩৬ জন নেতাকর্মী নির্মমভাবে নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী।

গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে আহত নেতাকর্মীরা আজও মানবেতর জীবনযাপন করছেন। বয়ে বেড়াচ্ছেন সেদিনের দুঃসহ স্মৃতি। জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের শেষ করে দিতে পারলে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না- এমন পরিকল্পনা থেকেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে হামলাকারীরা গ্রেনেড হামলা চালায়।

আল্লাহতা’লার অশেষ রহমত সমাবেশে ছোড়া গ্রেনেডগুলো বিস্ফোরিত হলেও ট্রাকে অবস্থানরত শীর্ষ নেতাদের উদ্দেশ্যে যে গ্রেনেডটি ছুড়ে মারা হয়েছিল সেটি বিস্ফোরিত হয়নি। যদি সেটি বিস্ফোরিত হতো তাহলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেদিন নির্মম হত্যার শিকার হতেন। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যেত।

শোকাবহ আগস্ট ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজাখালী মোড় চত্বরে বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন চাক্তাই ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে শিশু-কিশোর ও কর্মহীন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাক্তাই ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজি মীর আহাম্মদ সওদাগরের সভাপতিত্ব ও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবসার উদ্দিন, যুগ্ম সম্পাদক লিটন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধীমান দাশগুপ্ত, আওয়ামী লীগ নেতা এসএম মামুন রশিদ, প্রশান্ত ভট্টাচার্য, আজিজুল ইসলাম, মো. ইউনুচ তালুকদার, আবদুল মতিন, ওমর ফারুক বাবুল, তপন চৌধুরী মিঠু, ওমর মিয়া সর্দার, নুরু উল্লাহ বুলু, উত্তম নাগ, আকতার কামাল, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ সওদাগর, ব্যবসায়ী নেতা মো. সাইফুদ্দিন, মো. নাজিম উদ্দিন, কেন্দু মিঞা, মো. ইউসুফ, ছাত্রলীগ নেতা মো. শোয়েব, যুবলীগ নেতা মহিউদ্দিন জনি, সালাউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button