খেলাধুলাফুটবল

ব্যালন ডি’অর উঠছে মেসির হাতেই?

জনপদ ডেস্ক: আরও একবার বিশ্বসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় ভাল একটা মৌসুম শেষের পর কোপা আমেরিকায় রীতিমতো বাজিমাত করেছেন তিনি। পেয়েছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে কোন বৈশ্বিক শিরোপার স্বাদ। তার রেশ ধরেই আরও একটি ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে মেসির হাতে!

সপ্তমবারের মতো ব্যালন ডি’অর মেসির হাতে উঠবে বলে মনে করছেন বার্সার কোচ রোনাল্ড কোম্যান। যেমনটা বলছিলেন তিনি, ‘দেখুন পারফরম্যান্সই ওকে এগিয়ে দিচ্ছে। পুরো মৌসুমে দলের জন্য ও যা করছে, তা দুর্দান্ত। উদাহরণও বটে। মৌসুমের শুরুটা কঠিন হলেও গোল করায় সে তার সেই চেনা দাপট ধরে রেখেছে। লিও ফের প্রমাণ করেছে ও বিশ্বের সেরা।’

গেল সপ্তাহে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা ফুটবলার তিনিই। মেসির এমন সাফল্যে খুশি কোম্যান। জানাচ্ছিলেন, ‘কোপা আমেরিকা জেতার জন্য ও কত মরিয়া ছিল আমি জানি। শেষ পর্যন্ত ও পেরেছে। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অর জেতায় ও এগিয়ে গেলো। আমার কাছে মেসিই ফেভারিট।’

কোপা ছাড়াও গত মৌসুমে সব প্রতিযোগিতায় ৪৭ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন মেসি। বার্সায় হয়ে পেয়েছেন কোপা দেল রে। তার আরেকটা ব্যালন ডি’অর কে আটকায়?

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button