স্বাস্থ্য ও চিকিৎসা

লং কভিড থেকে ২০৩ উপসর্গ!

জনপদ ডেস্ক: নভেল করোনাভাইরাসে যারা দীর্ঘদিন ভুগে নেগেটিভ হয়েছেন, তারা দুই শতাধিক সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকেরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা বলছেন, করোনার সমস্যা কতটা প্রকট হতে পারে এবং কীভাবে মানুষকে দীর্ঘদিন ভোগাতে পারে এই গবেষণা তার উদাহরণ।

সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৫৬টি দেশের ৩ হাজার ৭৬২ জন করোনা রোগীকে নিয়ে গবেষণাটি করা হয়েছে।

উপসর্গগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ক্লান্তি। রয়েছে শারীরিক ও মানসিক অস্বাচ্ছন্দ্য বোধ। স্নায়ুঘটিত ব্রেন ফগ রোগ। পরিচিতদের চিনতে না পারা, পুরোনো কথা ভুলে যাওয়া, আত্মীয় পরিজনদের নাম ভুলে যাওয়া। এ ছাড়া রয়েছে ভিজ্যুয়াল হ্যালুসিনেশন বা চোখে গোলকধাঁধা দেখা, হাত, পা ও সারা শরীরে কাঁপুনি, যৌনেচ্ছা এবং যৌনক্ষমতায় হ্রাস এবং ডায়রিয়ার মতো বহু জটিল উপসর্গ।

যে সাড়ে ৩ হাজারেরও বেশি কভিড রোগীকে পরীক্ষা করা হয়েছে, গবেষকেরা দেখেছেন তাদের প্রত্যেককেই এই সবকটি উপসর্গে গড়ে ৫৬ শতাংশ হারে ভুগছেন।

তাদের প্রায় ১০টি অঙ্গপ্রত্যঙ্গের অস্বাভাবিকতা দীর্ঘ দিন ধরে লক্ষ্য করা গেছে।

নর্থ ব্রিস্টল এনএইচএস ট্রাস্টের আরেকটি গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৭৫ শতাংশ রোগী কয়েক মাস পরেও সমস্যায় ভুগছেন। এর নামই মূলত ‘লং কভিড’।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button