আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ৪১ লাখ ছাড়াল

জনপদ ডেস্ক:  নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে প্রাণহানির সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, রোগটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ১ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে গতকাল। বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি।

দেশটিতে মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৭১৫ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত রোগী ৩ কোটি ১১ লাখ ৬০ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬৪০ জন যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।

সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪১ হাজার ৩২৩ জন; যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সেখানকার একটি মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে দাবি চীনের। কিন্তু মার্কিন গবেষকেরা মনে করেন, ওই বাজারের পাশে চীনের গোপন একটি পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। এই ভাইরাস পরীক্ষাগারে তৈরি বলেও অনুমান তাদের।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button