খেলাধুলাফুটবল

ইসরায়েলে খেলতে রাজি হলো না বার্সা

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত গুঞ্জনই হলো সত্যি। একাধিক খেলোয়াড়ের আপত্তির মুখে বাতিল হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইসরায়েল সফর। যদিও খেলোয়াড়দের আপত্তির কথা স্বীকার না করলেও সফর বাতিলের কথা স্বীকার করেছে কাতালান ক্লাব কর্তৃপক্ষ।

লিগ শুরুর আগে ইসরায়েল ভ্রমণের কথা ছিল বার্সেলানার। সেখানে শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের বিপক্ষে খেলার কথা ছিল প্রীতি ম্যাচ। তবে বার্সা কর্তৃপক্ষের সাফ কথা আপাতত জেরুজালেম ভ্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের। তাই ম্যাচটি বাতিল করা হলো সফরটি।

ম্যাচটি বাতিলের বিয়ষটি নিশ্চিত করেছেন বেইতার জেরুজালেমের মালিক মোশে হগেগ। তিনি বলেন, ম্যাচটি আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়েছেন। কিন্তু বার্সা কোনোভাবেই জেরুজালেমে আসতে চায় না। বিষয়টি নিয়ে তিনি অবাক সঙ্গে বিরক্তও।

যদিও এর আগে এই প্রীতি ম্যাচ বাতিলের জন্য বার্সেলোনাকে অনুরোধ করেছিল ফিলিস্তিনিরা। আর শেষ পর্যন্ত ক্লাবটি এই ম্যাচ খেললে বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল তারা। ৪ আগস্ট জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button