নির্বাচন

এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত ইসির

জনপদ ডেস্ক: সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়ত্র (এনআইডি) কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনামূলক এক অনলাইন বৈঠকে বুধবার (০৭ জুলাই) এমন সিদ্ধান্ত হয়।

ইসি সচবি মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ওই বৈঠকে মাঠ কর্মকর্তারাও অংশ নেন।

সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা কার্যক্রম, বিদেশ গমন, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যই এ সিদ্ধান্ত। তবে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করতে বলা হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশন কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনে তহবিল বড় করার বিষয়েও আলোচনা হয়েছে। কেননা, ইসি কর্মকর্তারা সরকারের অন্যান্য সংস্থার মতো সহায়তা পান না। করোনাকালীন এই বিষয়টি প্রাসঙ্গিক হওয়ায় সামনে চলে এসেছে। এ পর্যন্ত ১২০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। একজন মারাও গেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button