খেলাধুলাফুটবল

আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস । আর এ কারণে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হচ্ছে না কোপা আমেরিকা। আগামী ‌১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।

সোমবার (৩১ মে) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

গত কয়েক দিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো কনমেবল এই ঘোষণায়।

এবারের কোপার এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

এদিকে দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি এখনও নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button