অন্যান্যআন্তর্জাতিক

৮০ কোটি টাকার বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে বৃদ্ধ

জনপদ ডেস্ক: বিদ্যুৎ বিলের কাগজে ৮০ কোটি টাকা লেখা দেখে রক্তচাপ বেড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের এক বৃদ্ধ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃদ্ধের নাম গণপত নায়েক। এমনিতে মহারাষ্ট্রের নালা সোপারার বাসিন্দা এই বৃদ্ধ রীতিমতো ধনী। চালকলের মালিক তিনি। কিন্তু তাই বলে এই অঙ্কের ইলেকট্রিক বিলের ধাক্কা সামলানো তার পক্ষেও সম্ভব হয়নি। তার উপর তিনি আবার হৃদরোগী। ফলে সহজেই আতঙ্ক গ্রাস করে।

কেবল গণপত নন, বিল দেখে আঁতকে উঠেছিলেন তার নাতি নীরজও। তার কথায়, ‘আমরা সবাই তখন চালকলেই ছিলাম। বিলটা দেখে প্রথমে মনে হয়েছিল বোধ হয় গোটা জেলার বিল এটা। কিন্তু ভালো করে খতিয়ে দেখে বুঝতে পারি, তা নয়। এটা আমাদেরই বিল। লকডাউনের সময় মিটার রিডিংয়ের সমস্যা থাকায় বহু ক্ষেত্রেই পরে বেশি টাকার বিল এসেছে। স্বাভাবিক ভাবেই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ইলেকট্রিসিটি বোর্ড বোধ হয় বকেয়া বিল পাঠিয়ে দিয়েছে।’

বকেয়া বিল হলেও এত? এ যে কল্পনাতেও আনা সম্ভব নয়। তাহলে? এই প্রশ্নই ভাবাচ্ছিল সবাইকে। শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি বোর্ড জানিয়েছে, আসলে বিলেই ভুল রয়েছে। বোর্ডের এক কর্মীর কথায়, ‘যে এজেন্সি বিল বানিয়েছে তারা ছয় অঙ্কের জায়গায় নয় অঙ্কের বিল বানিয়েছে। গন্ডগোলটা এখানেই। পরে আমরা খতিয়ে দেখতে গিয়ে ভুলটা ধরতে পারি।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button