অর্থনীতি-ব্যবসা

সিরাজগঞ্জে কমেছে সবজির দাম

জনপদ ডেস্ক: প্রতিদিন ভোর রাত থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসেন কৃষকরা। বেচাকেনায় জমে ওঠে জেলার পৌর পাইকারি সবজির আড়ত। তবে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। দাম কমায় লোকসানের কথা জানান কৃষকরা।

এদিকে, ফুলকপি, পাতাকপি, গাজর, শশাসহ সব ধরনের সবজিতে ভরপুর আড়তের প্রতিটি দোকান। এতে বেচা কেনাও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা।

রোববার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে গিয়ে দেখা যায়, প্রতি কেজি শিম ২৫ টাকা, মুলা ৪-৫ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, শশা ১০ থেকে ১৫ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, মরিচ ৬০ থেকে ৬৫ টাকা, আলু ২২ থেকে ৩০ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে।

তবে কৃষকদের অভিযোগ, উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। ফলে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে তাদের।

জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন এ আড়ত থেকে সবজি কিনে নিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। প্রতিদিন লাখ থেকে কোটি টাকার বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।

DMCA.com Protection Status

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button