ক্রিকেটখেলাধুলা

কিউইদের কাছে ৫ উইকেটে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ অকল্যান্ডে শুরু হলো নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।

এ জয়ের নায়ক কিউই বোলার জ্যাকব ডাফি ও ওপেনার টিম সেইফার্ট।  ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জিং পুঁজি গড়তে দেননি ডাফি।

অন্যদিতে ব্যাট হাতে টিম সেইফার্টের লড়াকু ফিফটিতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার অকল্যান্ডে টস জিতে ব্যাটিং করতে নেমেই ধরাশায়ী হয় পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যানরা।

নিউজিল্যান্ডের বোলিং তোপে ২০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এদিন বাবর আজমের অনুপস্থিতি বেশ ভালোই টের পেয়েছে শাদাব খানের দল।

তবে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে দারুণভাবে ফিরিয়েছেন শাদাব খান।  শাদাব খান আর ফাহিম আশরাফের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৩ রানের লড়াকু পুঁজি গড়ে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান।  রানের খাতা খুলতেই পারেননি তিনি।

এরপর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১ উইকেটে ২০ রান তুলে সফরকারীরা।

এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।  টানা তিন বলে তিন উইকেট খোয়ায় তারা।  জ্যাকব ডাফির করা ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে রিজওয়ান ১৭ রানে আউট হন।  তার পঞ্চম বলে শূন্যরানে সাজঘরে ফেরেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

পরের ওভারের প্রথম বলে আউট হন ৩ রান করা হায়দার আলী।  এসময় দেখা যায় ৩৯ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের।

সেখান থেকে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান।  ৩২ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪২ রান করেন তিনি।

শেষদিকে ফাহিম আশরাফ ১৮ বলে ২টি চার আর ৩টি ছক্কায় করেন ৩১ রান।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৫৩ রান করে পাকিস্তান।

কিউই বোলারদের মধ্যে তাণ্ডব চালিয়েছেন জ্যাকব ডাফি।  ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।  স্কট কাগিলিন নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন ইশ সোধি আর ব্লেয়ার তিকনারের।

জবাবে ১৫৪ রান তাড়া করতে দলের মারমুখী ওপেনার গাপটিলকে ৬ রানে ফেরান শাহিন শাহ আফ্রিদি।  হারিস রউফের বলে ৫ রানে আউট হয়ে যার ডেভন কনওয়ে।  তবে অপরপ্রান্ত ধরে পাক বোলাদের জবাব দিয়ে যান ওপেনার টিম শেইফার্ট।  ৪৩ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি।  টিম শেইফার্টকেও ফেরান সেই শাহিন আফ্রিদি।  কিন্তু তাতে কোনো কাজ হয়নি।  বাকি কিউই ব্যাটসম্যানরা প্রত্যেকেই উল্লেখ করার মতো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

হারিস রউফের বলে সাজঘরে ফেরার আগে গ্লেন ফিলিপস ১৮ বলে ২৩ রান ও মার্ক শাপম্যান ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

শেষদিকে জেমস নিশামের (১৫) ও অধিনায়ক মিচেল স্যান্টনারের ১২ রানের পর ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ফলে ৫ উইকেটে টি-টিয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিল স্বাগতিকরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button