টপ স্টোরিজনির্বাচনরাজনীতি

জয়ের পথে নাসিমপুত্র জয়

জনপদ ডেস্ক: সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ১৭১টি কেন্দ্রের মধ্যে ১৩২টির বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।

কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, ১৩২টি কেন্দ্রে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮৪ ভোট।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯১টির ফলাফলে নৌকা পেয়েছে ৯৯ হাজার ২৭০ এবং ধানের শীষ পেয়েছে ১১৪ ভোট।

অপরদিকে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, সদর উপজেলার পাঁচ ইউনিয়নে ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এতে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ৪৫ হাজার ৯৮৯ এবং ধানের শীষ প্রতীকে সেলিম রেজা পেয়েছেন ২৭০ ভোট।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১ কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button