রাজশাহীসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ: কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১’অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশের সাথে জনতার সম্পর্ক বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আহব্বায়ক রুহুল আমীন,সদস্য সচিব সামিউল হক লিটন,নবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্য (ওসি) মোজাফফর হোসেন সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার সদর থানার উপপরিদর্শক(এসআই) আমীর সোহেল ও এড, সোহরোয়ার্দী বাদলকে ক্রেষ্ট প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button