খেলাধুলা

ইতালিতে করোনাভাইরাস পরীক্ষার মুখে মেসিরা

জনপদ ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্ক পুরো পৃথিবীকেই ছুঁয়ে গেছে। এক দেশ থেকে অন্য দেশে গেলেই করোনাভাইরাস পরীক্ষার মুখে পড়ছেন যাত্রীরা। এবার সেই তালিকায় লিওনেল মেসিরাও!

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের খেলায় মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও নাপোলি। সেই ম্যাচকে সামনে রেখে মেসিরা ইতালিতে পৌঁছালে তাদেরকেও করোনাভাইরাস পরীক্ষা দিতে হবে।

দেশটির উত্তরাঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এরমধ্যেই সেরি আ লিগের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেদেশের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, লিগের ২৬তম রাউন্ডের সব খেলা স্থগিত করতে।

ইএসপিএন এফসি তাদের প্রতিবেদনের জানিয়েছে, দেশটিতে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। করোনাভাইরাসের কোনো লক্ষণ ধরা পড়লে সেখান থেকে সরাসরি নেয়া হবে হাসপাতালে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button