রাজশাহীসারাবাংলা

নাচোলে সহকারী কমিশনার (ভূমি) না থাকাই সেবা পেতে জনগনের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দীর্ঘদিন থেকেই সহকারী কমিশনার(ভূমি)ও কানুনগোর ২টি পদই শূন্য রয়েছে।ফলে ভূমি সংক্রান্ত কাজের জন্য উপজেলার সাধারন মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।উপজেলার ভূমি কার্যালয় সূত্রে জানা যায়,২০১৭ সালের ০৯ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাপিয়া সুলতানা যোগদান করেন।কিন্তু তিনি ৬ মাস দায়িত্ব পালন করার মাথায় মাতৃকালিন ছুটিতে চলে যান।

পরে তিনি মাতৃকালিন ছুটিতে থাকা অবস্থায় গত ৬ জুন ২০১৮ ইং অন্যত্র বদলি হয়ে যান।এর পর থেকে প্রায় ১ বছর ধরে পদটি শূন্য রয়েছে।একই সঙ্গে কানুনগোর পদটি ও শূন্য রয়েছে।খারিজ সংক্রান্ত কাজে বেশি সময় লাগার কারনে জমির মালিকের প্রয়োজনমতো তাদের জমি কেনাবেচা করতে পারছেন না। এই সুযোগে এক শ্রেনীর দালাল জমির মালিকের ভূমি সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার লোভ দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।ফলে জমির মালিকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

পৌর এলাকার মুজিবর রহমান বলেন,সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় জমির খাজনা ও খারিজ নিয়ে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।উপজেলার মাক্তাপুর গ্রামের আরিপ হোসেন জানান,সহকারি কমিশনার (ভূমি) না থাকায় আমরা মিসকেস ও রেকর্ড সংশোধন করতে পারছিনা।উপজেলার সিংরইল গ্রামের রহিম জানান,সহকারি কমিশনার (ভূমি) না থাকায় আমরা অর্পিত সম্পত্তি অবমুক্তির ক্ষেত্রে ভূমি কর প্রদান করতে পারছিনা।

কসবা ইউপির জালাল উদ্দিন জানান, ৮ মাস পূর্বে জমি খারিজ করতে দিলেও এখন পর্যন্ত খারিজ হয়নি।বিশেষ করে এক শ্রেনীর দালালদের খপ্পরে পড়ে অনেক টাকা পয়সা খোয়াচ্ছেন জমির মালিকেরা।ভূমি অফিস খোলার সঙ্গে সঙ্গে দালালেরা অফিস এলাকা দখলে নেন।এই সময় সাধারন মানুষ দালালদের খপ্পরে পড়েন।বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা অতিরিক্ত দায়িত্বে থাকলেও প্রশাসনিক নানা কাজ কর্মের কারনে বেশি সময় ব্যস্ত থাকায় নির্ধারিত তারিখে ভূমি সংক্রান্ত কাজ করতে মাঝে মধ্যেই বিলম্ব হয়।

ফলে জনগনের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, আমার দপ্তর থেকে প্রায় আড়াই লাখ মানুষের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিস্চিত করার পর কর্তৃপক্ষেত নির্দেশে আমাকে ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় জনগনকে সেবা দিতে কিছুটা কমতি হলেও সাধ্য অনুযায়ী চেষ্টা করছি।তবে সরকারি কমিশনার(ভূমি) শূন্য পদে লোক দিলে সামান্যতম জন ভোগান্তি হবে না বলে তিনি জানান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button