অর্থনীতিরাজশাহীসারাবাংলা

রাজশাহী সীমান্তে পাচারের সময় ইলিশ জব্দ

জনপদ ডেস্ক: ভারতে পাচারের সময় রাজশাহী সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে জেলার বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাত ৮টার দিকে বিজিবির আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারিরা নৌকায় মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি মাছ জব্দ করে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শুক্রবার সকালে মাছগুলো মাদ্রাসা-এতিমখানা এবং গরিবদের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে বাঘা মহিলা মাদ্রাসায় ২০টি, জামিয়া মাদানিয়া দারুল কোরআর মাদ্রাসায় ১৫টি, সরেরহাট কল্যাণী শিশু সদন এতিমখানায় ২০টি, আড়ানী কওমি মাদ্রাসায় ১৫টি, কিশোরপুর হাফিজিয়া মাদ্রাসায় ১৫টি এবং এলাকার দুস্থ ও গরিবদের মাঝে ২০টি মাছ বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button