Breaking Newsঅর্থনীতি-ব্যবসাটপ স্টোরিজ

বিশ্ববাজারে রেকর্ডহারে বাড়ছে সোনার দাম

জনপদ ডেস্ক: করোনা মহামারীর মধ্যে বিশ্ববাজারে দিনদিন রেকর্ডহারে বাড়ছে সোনার দাম। মঙ্গলবার (২৮ জুলাই) এ ধাতুর দাম বেড়ে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চলতি বছরই আউন্স প্রতি ২ হাজার ডলারে পৌঁছাতে পারে সোনার দাম।

রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা, সবক্ষেত্রেই বিনিয়োগ কিংবা অর্থ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম সোনা। এবার বিশ্বব্যাপী চলা মহামারীর মধ্যেও বিনিয়োগের নিরাপদ অবস্থান ধরে রেখেছে মূল্যবান এ ধাতু। জুলাইতে সবশেষ সর্বোচ্চ দাম উঠেছে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে সোনার দাম উঠেছিলো আউন্স প্রতি সর্বোচ্চ ১ হাজার ৯২০ ডলার।

এ নিয়ে চলতি বছর দফায় দফায় ২৮ শতাংশ বাড়লো স্বর্ণের দাম।

বিনিয়োগকারীদের মতে, সোনা কিনে রাখলে কোন সুদ বা লভ্যাংশ দিতে হয় না, কিন্তু সংকটের সময় বেড়ে যায় এ মূল্যবান ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স হিসেবে নির্ধারণ করা হয়। এক আউন্স সোনা ৩১ দশমিক ১শ’ ৩ গ্রামের সমান।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে রুপার দামও। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ২৩ ডলারে। দাম বেড়েছে প্লাটিনামের। বিক্রি হচ্ছে আউন্স প্রতি ৯২২ ডলারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button