রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

দৃষ্টিনন্দন দোতলা মাটির বাড়ি ১০৮ কক্ষ

  • আপডেটের সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
  • ৯৫ টাইম ভিউ
Adds Banner_2024

ভ্রমন ডেস্ক: ৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িগ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি। এ ধরনের বাসস্থান শীত ও গরমের সময় বেশ আরামদায়ক। একসময় গ্রামের বিত্তশালীরা অনেক টাকা-পয়সা ব্যয় করে মাটির বাড়ি তৈরি করতেন। তবে ইট, বালি ও সিমেন্টের আধুনিকতায় মাটির বাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলিপুর গ্রামে রয়েছে ৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের একটি মাটির বাড়ি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এটি দেখতে আসেন।

নাটোর থেকে সপরিবারে বেড়াতে এসেছেন সাব্বির হোসেন। তিনি বলেন, ‘লোকমুখে ১০৮ কক্ষের মাটির বাড়িটির কথা শুনেছি। মাটি দিয়েও দোতলা বাড়ি বানানো যায় তা নতুন প্রজন্মের বেশিরভাগের ধারণাই নেই। তাই সন্তানদের এটি দেখাতে নিয়ে এসেছি। এখানে না এলে জানতামই না মটি দিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব।’

Banglar Janapad Ads

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িচেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু শ্রী শবিনাথ মিত্র জানালেন, ১৯৮৬ সালে তিন বিঘা জমির ওপর এই মাটির বাড়ি তৈরি হয়। এর দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ১০০ ফুট। এটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। ৩৩ বছর আগে মাটির দোতলা বাড়িটি নির্মাণ করেন দুই সহোদর সমশের আলী মন্ডল ও তাহের আলী মন্ডল। তিনি মনে করেন, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে এই বাড়ি একটি পর্যটন স্পট হতে পারে।

মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজ বলেন, ‘আমার জানা মতে, বাংলাদেশে সবচেয়ে বড় মাটির বাড়ি এটাই। এর সঠিক রক্ষানাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেই আমরা। বাড়িটি দেখতে এসে পর্যটকরা রাতে থাকতে চাইলে উপজেলা প্রশাসন থেকে ডাকবাংলোর ব্যবস্থা করে দেই। ভ্রমণপ্রেমীদের বিশ্রামের জন্য বাড়িটিকে ঘিরে অবকাঠামো গড়ে তোলার জন্য ইতোমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।’

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িবাড়িটির মালিক মৃত তাহের আলী মন্ডলের ছেলে মাসুদ রানা বলেছেন, ‘আমার বাবা ও চাচা উভয়ে শৌখিন মানুষ ছিলেন। তারা ১০৮ কক্ষের মাটির বাড়িটি তৈরি করেছিলেন। আজ দু’জনের কেউ বেঁচে নেই। বাবা চার বছর আগে মারা গেছেন। আর চাচা মারা গেছেন ১০ বছর আগে। তবে তাদের এই স্মৃতি এখনও আছে।’

জানা গেছে, ৯৬টি বড় ও ১২টি ছোট কক্ষ রয়েছে বাড়িতে। এটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের সমাগম ঘটে। এর সৌন্দর্যবর্ধনে চুন ও আলকাতরার প্রলেপ দেওয়া হয়েছে।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িস্বাভাবিকভাবে মাটির দোতলা বাড়ি নির্মাণ করতে ৯ মাস সময় লাগে। তবে তাহের আলী মন্ডলের ছেলে জানান, এই বাড়ি বানাতে লেগেছিল প্রায় এক বছর। সেই সময় এর পেছনে কাজ করেছিল শতাধিক শ্রমিক। বাড়িসহ আশেপাশে তাদের মোট ২১ বিঘা জমি রয়েছে। বাড়িটি তৈরির জন্য একটি বিশাল পুকুর খনন করতে হয়েছিল।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়ির সিঁড়িআলিপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন জানিয়েছেন, মাটির বাড়ি বানাতে মাটি, খড় ও পানি ভিজিয়ে কাদায় পরিণত করতে হয়। তারপর ২০-৩০ ইঞ্চি চওড়া দেয়াল দিতে হয়। এই দেয়াল বানানো সময়সাপেক্ষ ব্যাপার। কারণ একসঙ্গে বেশি উঁচু করে মাটির দেয়াল তৈরি করা যায় না। প্রতিবার এক থেকে দেড় ফুট উঁচু করে দেয়াল বানাতে হয়। কয়েকদিন পর শুকিয়ে গেলে এর ওপর একই উচ্চতার দেয়াল গড়ে তোলা যায়।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িসমশের আলী মন্ডলের স্ত্রী ফাতেমা বেওয়ার তথ্য অনুযায়ী, পায়ে হেঁটে একবার বাড়ির চারধারে ঘুরে আসতে ৭-৮ মিনিট লেগে যায়। ১০৮ কক্ষের এই বিশাল বাড়িতে প্রবেশের দরজা আছে ৭টি। তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে ১৮টি। তবে যেকোনও একটি দরজা দিয়ে যাওয়া যাবে ১০৮ কক্ষেই।

Adds Banner_2024

দৃষ্টিনন্দন দোতলা মাটির বাড়ি ১০৮ কক্ষ

আপডেটের সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯

ভ্রমন ডেস্ক: ৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িগ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি। এ ধরনের বাসস্থান শীত ও গরমের সময় বেশ আরামদায়ক। একসময় গ্রামের বিত্তশালীরা অনেক টাকা-পয়সা ব্যয় করে মাটির বাড়ি তৈরি করতেন। তবে ইট, বালি ও সিমেন্টের আধুনিকতায় মাটির বাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলিপুর গ্রামে রয়েছে ৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের একটি মাটির বাড়ি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এটি দেখতে আসেন।

নাটোর থেকে সপরিবারে বেড়াতে এসেছেন সাব্বির হোসেন। তিনি বলেন, ‘লোকমুখে ১০৮ কক্ষের মাটির বাড়িটির কথা শুনেছি। মাটি দিয়েও দোতলা বাড়ি বানানো যায় তা নতুন প্রজন্মের বেশিরভাগের ধারণাই নেই। তাই সন্তানদের এটি দেখাতে নিয়ে এসেছি। এখানে না এলে জানতামই না মটি দিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব।’

Banglar Janapad Ads

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িচেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু শ্রী শবিনাথ মিত্র জানালেন, ১৯৮৬ সালে তিন বিঘা জমির ওপর এই মাটির বাড়ি তৈরি হয়। এর দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ১০০ ফুট। এটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। ৩৩ বছর আগে মাটির দোতলা বাড়িটি নির্মাণ করেন দুই সহোদর সমশের আলী মন্ডল ও তাহের আলী মন্ডল। তিনি মনে করেন, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে এই বাড়ি একটি পর্যটন স্পট হতে পারে।

মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজ বলেন, ‘আমার জানা মতে, বাংলাদেশে সবচেয়ে বড় মাটির বাড়ি এটাই। এর সঠিক রক্ষানাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেই আমরা। বাড়িটি দেখতে এসে পর্যটকরা রাতে থাকতে চাইলে উপজেলা প্রশাসন থেকে ডাকবাংলোর ব্যবস্থা করে দেই। ভ্রমণপ্রেমীদের বিশ্রামের জন্য বাড়িটিকে ঘিরে অবকাঠামো গড়ে তোলার জন্য ইতোমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।’

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িবাড়িটির মালিক মৃত তাহের আলী মন্ডলের ছেলে মাসুদ রানা বলেছেন, ‘আমার বাবা ও চাচা উভয়ে শৌখিন মানুষ ছিলেন। তারা ১০৮ কক্ষের মাটির বাড়িটি তৈরি করেছিলেন। আজ দু’জনের কেউ বেঁচে নেই। বাবা চার বছর আগে মারা গেছেন। আর চাচা মারা গেছেন ১০ বছর আগে। তবে তাদের এই স্মৃতি এখনও আছে।’

জানা গেছে, ৯৬টি বড় ও ১২টি ছোট কক্ষ রয়েছে বাড়িতে। এটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের সমাগম ঘটে। এর সৌন্দর্যবর্ধনে চুন ও আলকাতরার প্রলেপ দেওয়া হয়েছে।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িস্বাভাবিকভাবে মাটির দোতলা বাড়ি নির্মাণ করতে ৯ মাস সময় লাগে। তবে তাহের আলী মন্ডলের ছেলে জানান, এই বাড়ি বানাতে লেগেছিল প্রায় এক বছর। সেই সময় এর পেছনে কাজ করেছিল শতাধিক শ্রমিক। বাড়িসহ আশেপাশে তাদের মোট ২১ বিঘা জমি রয়েছে। বাড়িটি তৈরির জন্য একটি বিশাল পুকুর খনন করতে হয়েছিল।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়ির সিঁড়িআলিপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন জানিয়েছেন, মাটির বাড়ি বানাতে মাটি, খড় ও পানি ভিজিয়ে কাদায় পরিণত করতে হয়। তারপর ২০-৩০ ইঞ্চি চওড়া দেয়াল দিতে হয়। এই দেয়াল বানানো সময়সাপেক্ষ ব্যাপার। কারণ একসঙ্গে বেশি উঁচু করে মাটির দেয়াল তৈরি করা যায় না। প্রতিবার এক থেকে দেড় ফুট উঁচু করে দেয়াল বানাতে হয়। কয়েকদিন পর শুকিয়ে গেলে এর ওপর একই উচ্চতার দেয়াল গড়ে তোলা যায়।

৩৩ বছর আগে বানানো ১০৮ কক্ষের মাটির বাড়িসমশের আলী মন্ডলের স্ত্রী ফাতেমা বেওয়ার তথ্য অনুযায়ী, পায়ে হেঁটে একবার বাড়ির চারধারে ঘুরে আসতে ৭-৮ মিনিট লেগে যায়। ১০৮ কক্ষের এই বিশাল বাড়িতে প্রবেশের দরজা আছে ৭টি। তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে ১৮টি। তবে যেকোনও একটি দরজা দিয়ে যাওয়া যাবে ১০৮ কক্ষেই।