বিনোদন

শনিবার হাতিরঝিলে কোরিয়ান মিউজিক কনসার্ট

জনপদ ডেস্ক: ১ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে একটি কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন করছে ঢাকার কোরিয়ান দূতাবাস। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার কোরিয়ান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, সাত সদস্যের সমন্বয়ে গঠিত একটি কোরিয়ান ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ান ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করবে। ঐতিহ্যবাহী কোরিয়ান মিউজিক ইন্সট্রুমেন্ট যেমন: গেজিয়াম, জাংগু (ড্রাম) এবং তাপেইয়ংসোর (বাঁশি), পাশাপাশি বেস গিটার, কিবোর্ড পিয়ানো এবং ড্রামের মতো পশ্চিমা যন্ত্র তাদের পারফরম্যান্সের সময় বাজানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button