জনপদ ডেস্ক

টুইটারে চালু হচ্ছে এডিট অপশন

জনপদ ডেস্কঃ ভুল বানানে লেখা স্থায়ী টুইটার বার্তার সমস্যা থেকে এই সেবার ব্যবহারকারীরা শিগগির মুক্তি পেতে যাচ্ছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি খুব শিগগির এডিট অপশন চালু করছে টুইটার। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টুইটার জানিয়েছে, এডিট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো টুইট করার পর ৩০ মিনিট সময়ের মধ্যে তাদের ২৮০ অক্ষরের বার্তাটি সংশোধন করতে পারবেন। যদি কোনো টুইট এডিট করা হয়, তাহলে সেখানে আলাদা একটি আইকন ও টাইমস্ট্যাম্প থাকবে। ব্যবহারকারীরা সংশোধনের আগে বার্তাটি কেমন ছিল, তাও দেখতে পাবেন। অর্থাৎ, মেসেজ এডিট করা হলেও, মূল বার্তা (বা বার্তাগুলো) দেখা যাবে।

টুইটার আরও জানায়, একদল ব্যবহারকারী এই ফিচারটি পরীক্ষা করে দেখছেন, যাতে যে কোনো সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা যায়। প্রতিষ্ঠানটি একটি ব্লগ পোস্টে জানায়, ‘কীভাবে এই ফিচারের অপব্যবহার হতে পারে, সেটাও আমাদের পরীক্ষার বিষয়। এ বিষয়ে কখনই শতভাগ সতর্ক থাকা সম্ভব নয়। টুইটার ইঙ্গিত করেছে, পর্যায়ক্রমে সব ব্যবহারকারীদের এডিট ফিচার দেওয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button