বরিশালসারাবাংলা

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জনপদ ডেস্ক: বরিশাল-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ মে) বরিশালের বাবগঞ্জ উপজেলার রহমপুর ও গৌরনদী উপজেলার বাটাজোরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারিচালিক অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আলাউদ্দিন ও সালাউদ্দিন নামে দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা সালাউদ্দিনে মৃত বলে ঘোষণা করেন। নিহত সালাউদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ওই গাড়ির চালক রাসেল হাওলাদার, যাত্রী কাওসার আলী ও রিয়াজুল আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিয়াজুল (২৮)-কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রিয়াজুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার আব্দুস সালামের ছেলে।

উভয়ের মৃতদেহ শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button