সারাবাংলাসিলেটস্বাস্থ্য ও চিকিৎসা

ওসমানী মেডিকেলে ১৬৬ পরীক্ষায় মেলেনি করোনা

জনপদ ডেস্ক: করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত পরীক্ষাগারে তিন দিনে ১৬৬ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে করোনাভাইরাস বহনকারী কেউ শনাক্ত হয়নি।

ল্যাবে ৩৩৯ জনের নমুনা জমা হয়েছে, যা দ্রুত পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাপসাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে বলেন, গত ৭ এপ্রিল সিলেটে করোনা পরীক্ষার শুরুর দিনে ১৩৫ জনের রক্তের নমুনা নেওয়া হয়।

গত মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ১৩৫ জনের নমুনা ল্যাবে পৌঁছালেও ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

ওসমানী হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট দেওয়া হয়েছে। এগুলো শেষ হলে আরো কিট আসবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button