ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা

জনপদ ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এবং তিনদিন একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন,‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিগ্রহের শিকার হয়েছেন এবং সেই নিগ্রহ ক্রমাগত চলছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সভাপতি আবদুল্লাহ-আল-জোবায়ের, গণিত বিভাগের সভাপতি ড. দিপংকর কুমার, বিজয় দিবস হলের প্রভোস্ট মো. শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক কাজী মসিউর রহমানসহ অনেকে নিগ্রহের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ‘এই নিরাপত্তাহীনতার মধ্যে শিক্ষাদান ও গবেষণার কাজ চালিয়ে যাওয়া সম্ভব না।’

মানববন্ধনে শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষকরা এবং নিগ্রহের প্রতিবাদ হিসেবে ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button