টপ স্টোরিজধর্ম

হজে যেতে বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা

জনপদ ডেস্কঃ চলতি বছরে হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা। আজ রোববার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক নিশ্চিত করেছেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালে ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button