ক্যাম্পাসরাজশাহীসারাবাংলা

রাবিতে মনোবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো.এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীনতম বিভাগ । যা গত ছয় দশকের অধিককাল ধরে অনেক প্রথিতযশা, মনোবিজ্ঞানী, শিক্ষক, গ্রাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল নতুন ও পুরাতন গ্রাজুয়েটদের মধ্যে একটি বন্ধন তৈরি হবে যা বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button