ক্রিকেটখেলাধুলা

চার মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ডেরে রোরি বার্নস

স্পোর্টস ডেস্ক: চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে রোরি বার্নসকে। গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় সার্জারি করতে হচ্ছে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানকে। যার ফলে মার্চে দুই টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা সফরে যেতে পারবেন না ২৯ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের একদিন আগে নিউল্যান্ডে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পান বার্নস। এরপর অনুশীলনে ফুটবল খেলা নিষিদ্ধ করে ইংল্যান্ড। বার্নসের পরিবর্তে ইংলিশ স্কোয়াডে ডাক পান তরুণ ওপেনার জ্যাক ক্রলি।

গত বছর ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় বার্নসের। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৪ রান আসে তার ব্যাট থেকে। সুস্থ না হওয়া পর্যন্ত পুনর্বাসনে থাকতে হবে বার্নসকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button