ক্যাম্পাসঢাকাসারাবাংলা

ধর্ষককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

জনপদ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে অবরোধ কর্মসূচিতে এ আল্টিমেটাম দেন ঢাবি শিক্ষার্থীরা। পরে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুর্মিটোলায় বাসযোগে পৌঁছে প্রথমে মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পৌনে ৪টার দিকে তারা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে বিমানবন্দর সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ বলেন, ‘যখন দেশ উন্নত হচ্ছে, যখন নিরাপদ ঢাকার কথা বলা হচ্ছে, তখন এভাবে একটি জনবহুল এলাকায় আমাদের সহপাঠী ধর্ষণের শিকার হয়েছে। আমরা দ্রুত ধর্ষককে আইনের আওতায় আনার দাবি জানাতে এখানে মানববন্ধন করছি। আমরা ধর্ষকের ফাঁসি চাই।’
তিনি আরও বলেন, ‘ধর্ষকের ফাঁসি ছাড়া আমাদের আর কোনও চাওয়া নাই।’

অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘এখানে একটি বাহিনীর সংরক্ষিত এলাকা, সেখানে এই ধর্ষণের মতো ঘটনা ঘটলো কীভাবে আমরা এর বিচার চাই।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button