সারাবাংলাসিলেট

সিলেটে রাজমহল বেকারিকে লাখ টাকা জরিমানা

জনপদ ডেস্ক: সিলেটে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, পচা-বাসি-মানহীন খাবার রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার দায়ে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজমহলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে রাজমহল। উৎপাদনে ব্যবহৃত হচ্ছে পোড়া তেল। এছাড়া বিষাক্ত বর্জ সরাসরি সিসিকের ড্রেনে ফেলা হচ্ছে।

এসব কারণে ভোক্তা অধিকার আইনের একটি ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান মালিককে খাদ্যপণ্য তৈরিতে পরিবেশ ঠিক করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক নিয়ম মেনে চলার জন্য সেই ১৫ দিন সময় বেধে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাজমহল কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি সিসিকের ড্রেনে ফেলা হচ্ছে। বিষাক্ত এ বর্জ্য যাচ্ছে পার্শ্ববর্তী পারাইরচক হাওরে। ফলে ওই হাওরে ধান বা কোনো ধরণের সবজি উৎপাদন করতে পারছেন না হাওরের ষাটঘর, বন্দরঘাট, ছিটা গোটাটিকর এলাকার লোকজন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button