কৃষিরাজশাহীসারাবাংলা

কুচিয়া চাষ এনে দিবে অর্থনৈতিক সমৃদ্ধি

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে কুচিয়া চাষ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় গোদাগাড়ী সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ (সিএআরবি) এর কার্যালয়ে পল্লীকর্ম সহায়ক-ফাউন্ডেশনের অর্থায়েনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ (সিএআরবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাঃ ওহিদুল আলম।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে কুচিয়া চায়ের উপর গুরত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন, সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ (সিএআরবি) এর মৎস্য কর্মকর্তা স্বপন কুমার বসাক।

স্বপন কুমার বসাক বলেন, কুচিয়া বিশেষ গুণ সম্পন্ন মাছ। এটি খেলে, ডায়াবেটিকস, বাথ, এ্যাজমা, হাঁপানিসহ দেহের নানান রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। এটি চাষ করলে অল্প সময়ের মধ্যে চাষিরা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি অর্জন করবে। বর্তমান সময়ে বরেন্দ্রর অনেক অঞ্চলে এই কুচিয়া চাষ করে নারী পুরুষ সফলতা অর্জন করেছে। এটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ আছে। বিদেশে এর চাহিদা ব্যাপক।তাই কুচিয়া চাষ করলে সকলের সমৃদ্ধি আসবে এবং কুচিয়া চাষে সকলকে আগ্রহী হবার আহ্বান জানান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসরুফা তাসনিন, সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ (সিএআরবি) এর ফোকাল পাারসন শামসুজ্জোহা, রাজাবাড়ীহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ইফতেখারুল আলম প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button